
কুষ্টিয়া জেলায় এবার রেকর্ডসংখ্যক ১৮৬টি পূজা মন্ডপে সাবজনিন দুর্গাপূজা শরু হয়েছে। বৃহস্পতিবার সকালে বোধন পূজার মাধ্যমে ষষ্ঠীর কাজ শুরু হয়। রাতে বসে আসন। ২৮ সেপ্টেম্বর বিসর্জনের মাধ্যমে দূর্গাপূজার সমাপ্তি ঘটবে। সরকারি তরফ থেকে জেলা প্রশাসক আব্দুল মান্নান এবার মন্ডপপ্রতি রেকর্ডসংখ্যক ৬শ ৫২ কেজি করে চাল অনুদান দিয়েছেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এডভোকেট অনুপ কুমার নন্দী জানান, সরকারি এ সহযোগিতায় এবার পূজা মন্দিরগুলো সহজে উতসব পার করতে পারবে। তিনি বলেন, সদরে ৬০, খোকসায় ৪৭, কুমারখালীতে ৪০, মিরপুরে ১৯, দৌলতপুরে ২৬ ও ভেড়ামারা উপজেলায় ৪টি মন্দিরে পূজা পালন হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন