শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০০৯

কুষ্টিয়ার বালিয়াপাড়ায় পুলিশ-র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে গণমুক্তিফৌজের দুর্ধর্ষ কিলার সম্রাট নিহত

কুষ্টিয়ায় পুলিশ ও র‌্যাবের যৌথদলের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের কুষ্টিয়া-ঝিনাইদহ এলাকার দুর্ধর্ষ কিলার জিকো পারভেজ ওরফে সম্রাট নিহত হয়েছে। শুক্রবার ভোর রাতে সদর উপজেলার আলামপুর ইউনিয়নের বালিয়াপাড়া এলাকার জিকে ক্যানেলের কাছে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত তিন সপ্তাহে কুষ্টিয়ায় আইন প্রয়োগকারি সংস্থার সঙ্গে বন্দুকযুদ্ধে ১১ চরমপন্থি নিহতের ঘটনা ঘটলো। পুলিশ জানায়, সম্রাটের নেতৃত্বে একদল চরমপন্থী বালিয়াপাড়া এলাকার জিকে ক্যানেলের কাছে গোপন বৈঠক করছে এ খবর পেয়ে কুষ্টিয়া সদর থানা, ডিবি পুলিশ ও র‌্যাব-১২ এর সমন্বয়ে গঠিত যৌথদল ভোর রাত ৪টার দিকে সেখানে অভিযান চালায়। চরমপন্থিরা র‌্যাব-পুলিশ দেখেই গুলিবর্ষণ শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ। একপর্যায়ে চরমপন্থিরা পিছু হটলে পুলিশ সম্রাটের গুলিবিদ্ধ লাশ, একটি সাটার গান, একটি এলজি, ৪ রাউন্ড বন্দুকের কার্তুজ ও ৩ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করে।পুলিশ জানায়, সম্রাট বালিয়াপাড়া গ্রামের মৃত আজিজ বিশ্বাসের ছেলে। সেনাবাহিনীর চাকরী পেলেও পরে ট্রেনিং চলাকালে পালিয়ে এসে সে চরমপন্থী সংগঠনে যোগ দেয়। নিখুতভাবে হত্যাকান্ড চালাতে পারতো বলে তাকে কিলার সম্রাট বলা হতো। তার বিরুদ্ধে ৩টি হত্যাসহ ৫টি মামলা আছে।

কোন মন্তব্য নেই: