শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০০৯

দূর্গাপূজা সার্বজনীন করতে কুষ্টিয়ায় বস্ত্র বিতরন


শারদিয়া দূর্গাপূজার আনন্দ সবার সাথে ভাগ করে নিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখা গরীবদের মাঝে শাড়ী, ধুতি ও শার্ট বিতরন করেছে। বৃহস্পতিবার বিকেলে শ্রী শ্রী গোপিনাথ জিওর মন্দিরে ১৫০ জন দরীদ্রের মাঝে এসব বিতরণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি থেকে জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, বিন্দু বিন্দু জল থেকেই সাগর তৈরি হয়। একদিন এ ক্ষুদ্র আয়োজন মন্দির পেরিয়ে রাস্তায় নেমে যাবে। তিনি বলেন, বাংলাদেশ একটি ঐতিহ্যবাহি সম্প্রীতির দেশ। এখানে ঈদ-পূজা একই সাথে পালিত হয়। তিনি বলেন, বিশ্বে আমরা একদিন সাম্প্রদায়িক সম্প্রীতির মডেলে পরিনত হবো। বিশেষ অতিথির বক্তব্যে এ অনুষ্ঠানে পুলিশ সুপার শাহাবুদ্দিন খান বলেন, দূর্গাপূজার শিক্ষা হলো অসুরকে পরাস্ত করে শান্তি প্রতিষ্ঠা করা। আমাদের সমাজে অসুরের মতো কিছু মানবরূপী দানব রয়েছে যাদেরকে দমন করতে পারলে শান্তির কুষ্টিয়া গড়া যাবে। আমরা এদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি, আপনারা আমাদের সহযোগিতা ও সমর্থন করবেন। আর পুজা সার্বজনিন করতে হলে বস্ত্রদানের মতো অনুষ্টান আরো বাড়াতে হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এডভোকেট অনুপ কুমার নন্দরি সভাপতিত্বে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজগর আলী, অধ্যাপক সুদিন লাহেড়ি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক নরেন্দ্র নাথ সাহা, হিন্দু, বৈধ্য, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট সুধীর কুমার শর্মা। শেষে দরীদ্রদের মাঝে ৮০পিস শাড়ী, ২৫ পিস ধুতি ও ৪৫ পিস শার্ট বিতরণ করা হয়।

কোন মন্তব্য নেই: