বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০০৯

কুষ্টিয়ায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে লাল পতাকার শীর্ষ ক্যাডার আশরাফুল ইসলাম আশা নিহত

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ফয়জুল্লাহ বেড়িবাধে আজ বুধবার ভোররাতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় নিহত হয়েছে পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টি এমএল লালপতাকার শীর্ষ ক্যাডার ও দূর্ধর্ষ পান্না বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আশারাফুল ইসলাম আশা। র‌্যাব জানায়, ওই বেড়িবাধে একদল সশস্ত্র সন্ত্রাসী বৈঠক করছিল এমন খবর পেয়ে র‌্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের একটি দল সেখানে অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বৈঠকে থাকা সন্ত্রাসীরা গুলি ছোড়ে। র‌্যাব পাল্টা গুলি চালালে শুরু হয় গুলিযুদ্ধ। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে সেখান থেকে লালপতাকার শীর্ষ ক্যাডার আশার লাশ ছাড়াও একটি বন্দুক ও চার রাউন্ড রাইফেলের গুলি, ৩টা বোমা ও ২টা তরবারী উদ্ধার করা হয়। নিহত আশার বিরুদ্ধে ভোড়ামারা ও দৌলতপুর থানায় ৯টি হত্যাসহ ১৩টি মামলা রয়েছে।

কোন মন্তব্য নেই: