কুষ্টিয়ায় আরো এক চরমপন্থি পুলিশের সংগে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।এবার নিহত হয়েছে জাসদ গণবাহিনীর সামরিক কমান্ডার সমির উদ্দিন ওরফে সমির মন্ডল। পুলিশ জানায়, আজ ভোর রাত সাড়ে ৪টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার বেড়বাড়াদী জিকে ক্যানেলের ধারে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। চরমপন্থি একটি দল ওই ক্যানেলের উপর দিয়ে যাবার সময় থানার টহল পুলিশের সামনে পড়ে। পুলিশ দেখে তারা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়।
এসময় আধাঘন্টা বন্দুকযুদ্ধ চলে বলে পুলিশ জানিয়েছে। পরে চরমপন্থিরা গুলি করতে করতে চলে গেলে পুলিশ সমিরের লাশ, একটি এলজি ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে। সমিরের লাশ দেখতে ওই এলাকায় শত শত মানুষের ঢল নামে।
নিহত সমির ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মহিষাডাংগা গ্রামের গনি মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে ৪টি হত্যাসহ ৬টি মামলা রয়েছে।
নিহত সমির ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মহিষাডাংগা গ্রামের গনি মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে ৪টি হত্যাসহ ৬টি মামলা রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন