
জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, এসময় সাধারনতঃ একটু ধান চালের দাম বাড়ে। তারপরও জনসাধারনের উদ্বিগ্ন হবার কিছু নেই। কারণ সরকারের কাছে বিপুল পরিমান ধান চাল সংগৃহিত আছে। বাজারে সংকট সৃষ্টি হলে সরকার ওইসব ধান চাল বাজারে ছেড়ে দেবে। এদিকে বিভিন্ন পত্রিকা ও মিডিয়ায় ধান চালের সিন্ডিকেট ও কুষ্টিয়া থেকে দাম বাড়ানোর খবর দেখে খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক কুষ্টিয়ার জেলা প্রশাসকের নিকট ফোন করে খোজ খবর নিয়েছেন। তদন্ত কমিটি গঠনের খবর শুনে তিনি সন্তোষ প্রকাশ করেছেন বলে জেলা প্রশাসক জানান।
ওদিকে কুষ্টিয়া জেলা চালকল মালিক সমিতির সভাপতি আব্দুল মজিদ বাবলু বলেছেন, এখন ধানের অফ সিজন। দিন যতো যাবে ততই এর দাম বাড়বে। সেই সাথে বাড়বে চালের দাম। সরকার এবার বিপুল পরিমান ধান চাল সংগ্রহ অভিযানের মাধ্যমে সংরক্ষন করেছে। সরকারের প্রতিটা গুদামই ধান চালে ভরা। এগুলির কিছুটা বাজারে ছেডে দিলে যেসব ব্যবসায়ী মজুতদারী করে লাভবান হতে চান তারা ধরা খাবেন। সংকটও কেটে যাবে।
উল্লেখ্য দৈনিক মানবজমিন ও প্রথম আলো পত্রিকায় গতকাল কুষ্টিয়া থেকে চালের দাম বৃদ্ধি সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন