বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০০৯

দৌলতপুরে হত্যা মামলার ভিকটিম জীবিত উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে অপহরন করে হত্যার পর লাশ গুম মামলার ভিকটিমকে একমাস পর জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। দৌলতপুর থানার এসআই বিপ্লব অভিযান চালিয়ে গাজীপুরের কালিয়াকৈর এলাকার নায়াগ্রা গার্মেন্টস-এ কর্মরত অবস্থায় বুধবার সন্ধ্যায় ভিকটিম মজনুর রহমানকে উদ্ধার করে। ,দৌলতপুর থানার ওসি হাসান হাফিজুর রহমান ই-বার্তাকে জানান, জানায়, গত ১লা আগষ্ট ভিকটিম মজনুর পিতা আনারুল বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা (নং-৩) দায়ের করেন। মামলায় ৭জনকে আসামী করে বাদী উল্লেখ করেন, তার ছেলেকে চাঁদার দাবিতে ৭মাস আগে অপহরন করে হত্যা করা হয়েছে। পরে তার লাশ গুম করা হয়। উল্লেখ্য ৭মাস আগে সে অপহরনের অভিযোগে থানায় জিডিও করেছিলেন। মিথ্যা এ গুম মামলায় গ্রেফতারকৃত পলান শাহ নামের এক মুক্তিযোদ্ধা হাজতবাস করছেন। ভিকটিম মজনুর বাড়ি দৌলতপুর উপজেলার তেলেগাংদিয়া গ্রামে।

কোন মন্তব্য নেই: