বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০০৯

কুষ্টিয়ায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থি সংগঠন লাল পতাকার শীর্ষ নেতা কালো আনোয়ার নিহত

কুষ্টিয়া, ০৯ সেপ্টেম্বর ২০০৯
কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলা-মহদীপুরে আজ সকালে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধের সময় পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টি (এমএল-লাল পতাকা)’র শীর্ষ নেতা আনোয়ার হোসেন ওরফে কালো আনোয়ার(৩০) নিহত নিহত হয়েছে। র‌্যাব জানায়, আনোয়ার বর্তমানে আলোচিত চরমপন্থি সংগঠন গণমুক্তিফৌজের প্রধান সমন্বয়কারি হিসেবেও কাজ করছিলো। তার বিরুদ্ধে ভেড়ামারার আওয়ামী লীগ নেতা মেহেরুল আলম ও কলেজ শিক্ষক বান্দা ফাত্তাহ মোহন হত্যা মামলাসহ অন্ততঃ এক ডজন হত্যা মামলা রয়েছে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে র‌্যাবের একটি দল ঢাকা থেকে আনোয়ারকে গ্রেফতার করে। পরে কুষ্টিয়া ক্যাম্পে নিয়ে এসে জিজ্ঞাসাবাদে সে তার অস্ত্রভান্ডার সম্পর্কে তথ্য দেয়। সেই সূত্রে তাকে নিয়ে আজ সকালে অভিযানে বের হয় র‌্যাবের একটি দল। আমলা মহদীপুর গ্রামে পৌছালে আনোয়ারের অনুসারী চরমপন্থিরা তাকে ছাড়িয়ে নেবার জন্য র‌্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এই বন্দুকযুদ্ধের সময় র‌্যাব হেফাজত থেকে পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় আনোয়ার। চরমপন্থিরা পিছু হটলে র‌্যাব সেখান থেকে আনোয়ারের মৃতদেহসহ একটি সাটার গান, রাউন্ড গুলি ও ৪টি হাতবোমা উদ্ধক্ষ করে।নিহত কালো আনোয়ার মিরপুর উপজেলার আমলা খামারপাড়া গ্রামের আমান মালিথার ছেলে। ১৯৯৭-৯৮ সালে সে আমলা সরকারি ডিগ্রি কলেজে ছাত্রলীগের সভাপতি ছিলো। এইচএসসি পাশ করার পর সে পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টি (এমএল জনযুদ্ধ) নামের চরমপন্থি সংগঠনে যোগ দেয়। পরে সেখান থেকে ভেঙ্গে সে গঠন করে পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টি (এমএল-লাল পতাকা)।

কোন মন্তব্য নেই: