বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০০৯

কুষ্টিয়ায় পুলিশ-র‌্যাবের যৌথ দলের সঙ্গে বন্দুকযুদ্ধে গণমুক্তিফৌজের ক্যাডার টোকন নিহত

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি মিস্ত্রিপাড়ার একটি বাগানে গত রাতে পুলিশ ও র‌্যাবের যৌথ দলের সাথে বন্দুকযুদ্ধের সময় গণমুক্তিফৌজের ক্যাডার সোহেল আহম্মেদ ওরফে টোকন (২৭) নিহত হয়েছে। পুলিশ জানায়, টোকন সম্প্রতি আলোচিত চরমপন্থি সংগঠন গণমুক্তিফৌজে যোগ দিয়েছিল। এর আগে সে পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টি (এমএল জনযুদ্ধ)-এর সক্রিয় ক্যাডার ছিল। তার বিরুদ্ধে ৫টি হত্যা মামলাসহ মোট ৬টি মামলা রয়েছে।পুলিশ জানায়, খলিসাকুন্ডি মিস্ত্রিপাড়ার একটি বাগানে চরমপন্থিরা বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পুলিশ ও র‌্যাবের একটি যৌথদল সেখানে অভিযান চালায়। এদের দেখতে পেয়ে চরমপন্থিরা গুলিবর্ষণ শুরু করে। পুলিশ ও র‌্যাব পাল্টা গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় টোকন। চরমপন্থিরা পিছু হটলে র‌্যাব সেখান থেকে তার মৃতদেহসহ একটি এলজি, ৫রাউন্ড গুলি ও একটি হাসুয়া উদ্ধার করে।নিহত কালো টোকন দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডির মনির উদ্দিনের ছেলে।

কোন মন্তব্য নেই: