মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০০৯

কুমারখালীতে টিক্কা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ফজু অস্ত্রসহ গ্রেফতার

কুমারখালী অঞ্চলের ত্রাস টিক্কা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ফজলুর রহমান ওরফে ফজলু ওরফে ফজু পুলিশের হাতে ধরা পড়েছে। গত রাতে যদুবয়রা ইউনিয়নের ছাতিয়ান গ্রামের আব্দুর রশিদের বাড়ি থেকে কুমারখালী থানা ও চৌরঙ্গী ক্যাম্প পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় ফজুর সহযোগি ওই বাড়িওয়ালা আব্দুর রশিদ ও তার ছেলে শামীমকেও গ্রেফতার করে পুলিশ। তাদের স্বীকারোক্তি মোতাবেক বাড়ির অদুরে মাটি খুড়ে পলিথিনে মোড়ানো একটি এলজি গান ও দুই রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন জানান, খোকসা থানায় অপহরন ও লাশ গুম মামলার আসামী এই ফজু। এছাড়াও তার বিরুদ্ধে বেশকটি মামলা রয়েছে। ফজু যদুবয়রা ইউনিয়নের এতমামপুর গ্রামের মৃত শাহাজউদ্দিনের ছেলে।
একযুগ আগে কুমারখালী-খোকসা এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে টিক্কা বাহিনী। ক্রসফায়ারে নিহত হবার আগ পর্যন্ত টিক্কা ছিল এক মূর্তিমান আতঙ্ক। টিক্কার গডফাডার খোকসার এক সরকারদলীয় শীর্ষ রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি এখনও টিক্কা বাহিনীকে মদত দিয়ে থাকেন বলে অভিযোগ রয়েছে।

কোন মন্তব্য নেই: