
কুমারখালী অঞ্চলের ত্রাস টিক্কা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ফজলুর রহমান ওরফে ফজলু ওরফে ফজু পুলিশের হাতে ধরা পড়েছে। গত রাতে যদুবয়রা ইউনিয়নের ছাতিয়ান গ্রামের আব্দুর রশিদের বাড়ি থেকে কুমারখালী থানা ও চৌরঙ্গী ক্যাম্প পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় ফজুর সহযোগি ওই বাড়িওয়ালা আব্দুর রশিদ ও তার ছেলে শামীমকেও গ্রেফতার করে পুলিশ। তাদের স্বীকারোক্তি মোতাবেক বাড়ির অদুরে মাটি খুড়ে পলিথিনে মোড়ানো একটি এলজি গান ও দুই রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন জানান, খোকসা থানায় অপহরন ও লাশ গুম মামলার আসামী এই ফজু। এছাড়াও তার বিরুদ্ধে বেশকটি মামলা রয়েছে। ফজু যদুবয়রা ইউনিয়নের এতমামপুর গ্রামের মৃত শাহাজউদ্দিনের ছেলে।
একযুগ আগে কুমারখালী-খোকসা এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে টিক্কা বাহিনী। ক্রসফায়ারে নিহত হবার আগ পর্যন্ত টিক্কা ছিল এক মূর্তিমান আতঙ্ক। টিক্কার গডফাডার খোকসার এক সরকারদলীয় শীর্ষ রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি এখনও টিক্কা বাহিনীকে মদত দিয়ে থাকেন বলে অভিযোগ রয়েছে।
একযুগ আগে কুমারখালী-খোকসা এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে টিক্কা বাহিনী। ক্রসফায়ারে নিহত হবার আগ পর্যন্ত টিক্কা ছিল এক মূর্তিমান আতঙ্ক। টিক্কার গডফাডার খোকসার এক সরকারদলীয় শীর্ষ রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি এখনও টিক্কা বাহিনীকে মদত দিয়ে থাকেন বলে অভিযোগ রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন