শনিবার, ১৩ জুন, ২০০৯

ভেড়ামারায় অপহৃত স্কুল ছাত্রী



ভেড়ামারায় অপহৃত স্কুল ছাত্রী
কোহিনুর দুই মাসেও উদ্ধার হয়নি

ভেড়ামারার চাঁদগ্রাম ইউনিয়নের হিড়িমদিয়া গ্রামের কছিমদ্দিনের কন্যা সপ্তম শ্রেনীর ছাত্রী কোহিনুর কে এলাকার চিহ্নিত অপহরণকারী সন্ত্রাসীরা জোর পূর্বক ভাবে অপহরণ করার দুই মাস অতিবাহিত হওয়ার পরও উদ্ধার হয়নি। এমতবস্থায় আসামীরা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে বাদীর পরিবারকে মামলা তুলে নেয়ার হুমকি প্রদান করছে। এ কারনে অপহৃত কোহিনুরের পরিবার চরম নিরপত্তাহীনতায় ভুগছে। স্কুল ছাত্রী কোহিনুর অপহরণের বিষয়ে কুষ্টিয়া নারী ও শিশু দমন আদালতে একটি মামলা হয়েছে (মামলা নং- ৮১,তারিখ-২৩.০৪.০৯ইং)। জানা যায়, ভেড়ামারা হিড়িমদিয়া গ্রামে কছিমদ্দিনের কন্যা ভেড়ামারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী কোহিনুর(১৪) বিদ্যালয়ে যাওয়া আসার পথে মজিবর রহমান’র পুত্র শাহিন(১৭) তাকে উত্যক্ত সহ বিবাহের প্রস্তাব দিত। উক্ত ঘটনার বিষয়ে কোহিনুর তার পিতাকে বিস্তারিত জানালে কোহিনুরের পিতা কছিমদ্দিন শাহীনকে তার মেয়েকে উত্যক্ত না করার জন্য নিষেধ করলেও শাহীন তা আমলে নেয়নি। গত ১৮ই এপ্রিল দুপুর ১টার দিকে কোহিনুর ভেড়ামারা পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে এলাকার লাল মিয়ার বাড়ির সামনে থেকে আসামী শাহিন সঙ্গীয় আজিবর’র ছেলে রুমন(১৬) ও মুনছের আলীর ছেলে বারী(৩৫)’র সহযোগিতায় কোহিনুরকে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়। ভেড়ামারা থানা পুলিশ অভিযুক্ত অপহরণকারীদের গ্রেপ্তারে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালালেও তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অব্যাহত পুলিশী অভিযানের মুখে আসামীরা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে বাদী পরিবারকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। এ ব্যাপারে বাদী কছিমদ্দিন তার পরিবারের সদস্যদের প্রয়োজনীয় নিরাপত্তা বিধানসহ অপহৃত কোহিনুরকে উদ্ধারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

কোন মন্তব্য নেই: