শনিবার, ১৩ জুন, ২০০৯

কুষ্টিয়ায় দূর্নীতিবাজ সংস্কারপন্থি ও এমপির স্ত্রীরা আহবায়ক কমিটিতে, ত্যাগী নেতাদের ক্ষোভ

কুষ্টিয়ায় দূর্নীতিবাজ সংস্কারপন্থি ও এমপির স্ত্রীরা আহবায়ক কমিটিতে, ত্যাগী নেতাদের ক্ষোভ
সাজ্জাদ রানা
আহবায়ক কমিটি নিয়ে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে কুষ্টিয়া জেলা বিএনপিতে। দূর্নীতিবাজ, সংস্থারপস্থি , বির্তকিত নেতা ও এমপির স্ত্রীদের নিয়ে গঠন করা হয়েছে আহবায়ক কমিটি। এ কমিটি প্রত্যাখান করেছেন প্রবীন ও ত্যাগীরা। ত্যাগীদের অর্ন্তভুক্ত করে ফের নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন এসব নেতারা। আর তা না হলে কঠোর কর্মসূচী ঘোষনা করার ইঙ্গিত দিয়েছে বঞ্চিতরা । গতকাল বুধবার জেলার বিভিন্ন স্তরের বিএনপি নেতারা কুষ্টিয়া জেলা আহবায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের অনুরোধ জানিয়ে দলের চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া বরাবর চিঠি দিয়েছেন। জেলা বিএনপির বিলুপ্ত কমিটির যুগ্ম-সম্পাদক ত্যাগী নেতা হিসেবে পরিচিত এমএ শামীম আরজু তার প্রতিক্রিয়ায় বলেন , আহবায়ক অধ্যক্ষ সোহরাব উদ্দিন ছাড়া বাকি যাদের কমিটিতে রাখা হয়েছে বিএনপির জন্য তাদের কোন অবদান নেই। সংস্থারপন্থি থেকে শুরু করে দূর্নীতিবাজ নেতাদের স্ত্রীদের গুরুত্বপূর্ন এ কমিটির সদস্য করা হয়েছে। অথচ দলের জন্য যারা সব কিছু করেছেন তাদেরকে কমিটি থেকে বাদ দেয়া হয়েছে। এ কমিটি দিয়ে কিছুই হবে না। শামীম আরজুর মত অসংখ্য নেতা আহবায়ক কমিটি নিয়ে এমন অসন্তোষ প্রকাশ করেছেন। ত্যাগী ও সাহসী নেতা সাবেক এমপি মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে কমিটির আহবায়ক করার বিষয়টি নেতারা মেনে নিলেও যুগ্ম-আহবায়কদের মেনে নিতে পারছেন না কেউই। ওয়ান ইলেভেনের পর থেকে দীর্ঘ দেড় বছর পলাতক থাকা ও পরে সংস্থারপন্থি সেজে রাজনীতিতে সক্রিয় হওয়া দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি ত্রানের টিন আত্মসাৎ মামলার আসামী রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে কমিটির যুগ্ম-আহবায়ক করা হয়েছে। যুগ্ম-আহবায়ক করা হয়েছে বিএনপি-জামায়াত জোট সরকার আমলে কুষ্টিয়ার গডফাদার হিসাবে পরিচিত সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলামের স্ত্রী সেলিনা শহীদ ও তার ভাই দূর্নীতিবাজ হিসেবে পরিচিত ভেড়ামারা পৌরসভার মেয়র তৌহিদুল ইসলামকে। কুষ্টিয়ার আরেক প্রভাবশালী এমপি বিগত কমিটির সাধারন সম্পাদক বির্তকিত সৈয়দ মেহেদী আহমেদ রুমীর স্ত্রী সৈয়দা ফাহিমা রুমীকে কমিটিতে রাখা হয়েছে। নোয়াখালিতে বাড়ি বিএনপির আরেক দূর্নীতিবাজ নেতা শহর বিএনপির সভাপতি হাফিজুর রহমান হেলালকেও কমিটিতে পদ দেয়া হয়েছে। এদিকে গত মঙ্গলবার রাতে আয়বাহক কমিটি ঘোষনার পর পরই এসব নাম দেখে ক্ষোভে ফেটে পড়েন জেলার প্রবীন ও ত্যাগী নেতারা। জেলা বিএনপির প্রবীন এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, কুষ্টিয়া জেলা আহবায়ক কমিটিতে ৩ জন মহিলাকে রাখা হয়েছে। বছরের ১১ মাস এরা ঢাকাতে থাকেন। এরমধ্যে দুই সাবেক এমপির স্ত্রী রয়েছে। এছাড়া ফরিদা ইয়াসমীন হাজারীবাগ মহিলা দলের সভানেত্রী। তাকে কুষ্টিয়ার কমিটিতে রাখা হয়েছে। কমিটি নিয়ে বৈষম্য করা হয়েছে বলে নেতারা অভিযোগ তুলেছেন। একমাত্র আহবায়ক সোহরাব উদ্দিনের বাড়ি সদর উপজেলায় হলেও বাকিদের বাড়ি ভেড়ামারা ও দৌলতপুরে। বাকি তিনটি উপজেলা মিরপুর, কুমারখালী ও থোকসা থেকে কমিটিতে কাউকে রাখা হয়নি। সাবেক ছাত্র নেতা বিগত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শামীম-উল-হাসান অপু জানান, ত্যাগী অনেক নেতা ছিল যাদের কমিটিতে রাখা হয়নি। অভিজ্ঞদের বাদ দিয়ে কমিটির কাজ করতেও অসুবিধা হবে বলে তিনি জানান। নতুন এ কমিটি নিয়ে তৃণমূলেও সৃষ্টি হয়েছে ক্ষোভ। তারাও পরিবর্তন দাবি করেছে কমিটিতে। জেলা বিএনপির এক নেতা নতুন কমিটিকে কটাক্ষ করে তার প্রতিক্রিয়ায় বলেন, দুই এমপির স্ত্রীতো কমিটিতে আছেই বাকি দুই সাবেক এমপির স্ত্রীদেরও কমিটিতে অর্ন্তভুক্ত করলে ভালো হতো। গতকাল বুধবার জেলার সাবেক ছাত্রনেতারা কমিটি নতুন করে ঢেলে সাজানোর অনুরোধ জানিয়ে বেগম খালেদা জিয়া বরাবর চিঠি দিয়েছেন।

কোন মন্তব্য নেই: