বুধবার, ১৭ জুন, ২০০৯

বকেয়া কর ও বিল খেলাফিদের বিরুদ্ধে মাঠে নামছেন কুষ্টিয়া পৌর কর্তৃপক্ষ

বকেয়া কর ও বিল খেলাফিদের বিরুদ্ধে মাঠে নামছেন কুষ্টিয়া পৌর কর্তৃপক্ষ
কুষ্টিয়া পৌরসভায় বাস্তবায়নাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প (ইউজিআইআইপি)’র শর্ত মোতাবেক আগামী ৩০ জুনের মধ্যে বকেয়া পৌর কর, পানির বিল, দোকান ভাড়া, ট্রেড লাইসেন্স ফিস সহ সকল প্রকার পৌর বকেয়া ৮০% আদায় দেখাতে না পারলে (২০০৯-২০১০) সালের প্রকল্পের অর্থ বরাদ্দ থেকে বঞ্চিত হবে কুষ্টিয়া পৌরসভা। আর এর ফলে মুখ থুবরে পড়বে সকল প্রকার পৌর উন্নয়ন কার্য্যক্রম।
বকেয়া আদায়ের জন্য পৌর কর্তৃপক্ষ মাইকিং, পত্রিকায় বিজ্ঞপ্তি, হ্যান্ডবিল বিতরন, গ্রাহকদের নিকট ব্যক্তিগত ভাবে স্বাক্ষাত এবং সর্বশেষ অভিযান চালিয়ে বাসভবনে ও প্রতিষ্ঠানে বকেয়া টাকার পরিমান উলে¬্যখ করে পোষ্টার পর্যন্ত লাগিয়েছেন। তাতেও ব্যর্থ হয়ে অবশেষে মঙ্গলবার আদায় কমিটির এক সভায় প্রকল্পের শর্তপুরণের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত মোতাবেক বুধবার থেকে বকেয়া আদায় অভিযান টিন গ্রাহকদের নিকট হানা দিবেন, প্রয়োজনে মালামাল ক্রোকসহ আইনী ব্যবস্থা গ্রহন করবেন।

কোন মন্তব্য নেই: