বুধবার, ১৭ জুন, ২০০৯

৫ লক্ষ টাকা মুক্তিপনের দাবীতে পাংশায় কিশোর অপহরণ, ১৫ ঘন্টা পর উদ্ধার ॥ গ্রেফতার-২


৫ লক্ষ টাকা মুক্তিপনের দাবীতে পাংশায় কিশোর অপহরণ, ১৫ ঘন্টা পর উদ্ধার ॥ গ্রেফতার-২
৫লক্ষ টাকা মুক্তিপনের দাবীতে ১২ জুন পাংশায় জেলা বিএপির সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান রাজার ছেলে হাসিবুর রহমান অন্তর (১৩) অপহরণ হওয়ার ১৫ঘন্টা পর কুষ্টিয়া-রাজবাড়ী হাইওয়ে সড়কের সোনাপুর মোড় নামক এলাকা হতে উদ্ধার হয়েছে। পুলিশ এ ব্যাপারে আব্দুল মতিন আলী মন্ডল (৩০) ও শালা এরশাদ আলী (৩২)কে গ্রেফতার হয়েছে।
রাজার পারিবারিক সূত্রে জানা যায়, উক্ত তারিখ সকালে পাংশা জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক আবু হেনার নিকট প্রাইভেট শেষে কুল্টিয়ার গ্রামের বাড়ী ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে পাংশা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় পৌছালে প্রতিবেশি জয়নাল আলী মন্ডলের ছেলে মতিন অন্তরকে দাওয়াত খাওয়ার নাম করে ধরে নিয়ে যায়। উপজেলার দমাপুর ইউপির চরমদাপুর গ্রামে খালু শ্বশুর আবুল কাশেমের ছেলে এরশাদ আলীর জিম্মায় রেখে দুপুরে নামাজ পড়ার ভান করে কুল্টিয়া গ্রামের বাড়ীতে এসে ছেলে অপহরণের ব্যাপারে রাজার পরিবারের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে তা জেনে পুনরায় মদাপুর গিয়ে শালা এরশাদ সঙ্গে যোগসাজসে পরিচয় গোপন রেখে অন্তরের পিতা রাজার নিকট বিভিন্ন মোবাইল ফোনের মাধ্যমে ৫লক্ষ টাকা মুক্তিপনের দাবী করে। এদিকে ছেলে অপহরণের ঘটনায় রাজার পরিবারের পক্ষ থেকে পাংশা থানা ও গান্ধিমারা হাইওয়ে পুলিশ ক্যাম্পকে অবগত করালে অপহরণকৃত অস্তরকে উদ্ধারের ব্যাপারে পুলিশ প্রশাসনের জোর অভিযান শুরু হয়। এক পর্যায়ে মোবাইলের মাধ্যমে মুক্তিপণের টাকা নিয়ে কুষ্টিয়া-রাজবাড়ী হাইওয়ে সোনাপুর মোড় নামক স্থানে ছেলে অন্তরকে ফেরত নিয়ে যেতে বলে উক্ত তারিখ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে আসামী মতিন ও এরশাদ অন্তরকে নিয়ে সোনাপুর-বালিয়াকান্দি সড়ক হয়ে পূর্বে নির্ধারিত স্থানে আসার পথে গান্ধিমারা হাইওয়ে পুলিশের গাড়ী দেখতে পেয়ে অন্তরকে ছেড়ে দিয়ে কৌশলে পাটক্ষেতের মধ্যে পালিয়ে যেতে সক্ষম হয়। গান্ধিমারা ক্যাম্প পুলিশ অন্তরকে পাংশা থানায় নিয়ে আসলে পরে পাংশা থানা পুলিশ অন্তরকে তার পরিবারের নিকট পৌঁছে দেয়। এ ব্যাপারে গত ১৫ জুন অন্তরের পিতা রাজা বাদী হয়ে পাংশা থানায় মতিন ও এরশাদকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করে। পুলিশ তাদের গ্রেফতার করে রাজবাড়ী আদালতে প্রেরণ করতে সক্ষম হয়।

কোন মন্তব্য নেই: