সোমবার, ১৫ জুন, ২০০৯

ভেড়ামারায় স্ত্রী হত্যার অভিযোগে টিটু পুলিশের খাঁচায় বন্দী


ভেড়ামারায় স্ত্রী হত্যার অভিযোগে টিটু পুলিশের খাঁচায় বন্দী
স্ত্রী হত্যার অভিযোগে তরিকুল ইসলাম ওরফে টিটুকে অবশেষে ভেড়ামারা থানা পুলিশ গ্রেপ্তার করেছে। সে ভেড়ামারার চাঞ্চল্যকর গৃহবধু কুটি হত্যা মামলার প্রধান আসামী। গতকাল রবিবার সন্ধ্যায় স্থানীয় জনগণ টিটুকে ঘেরাও করে পুলিশকে সংবাদ দিলে পুলিশ তাকে বাহাদুরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। গত ৮ জুন সন্ধ্যায় স্ত্রী কুটি হত্যার পর থেকেই গ্রেপ্তার এড়াতে সে পলাতক ছিল।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বখাটে প্রকৃতির ঘাতক স্বামী টিটু বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের রিজু আলীর পুত্র। সে বেপোয়ারা জীবনযাপন করতো। টাকার জন্য প্রায় সে অমানবিক নির্যাতন করতো তার স্ত্রীর উপর। এমন ভাবেই চলে আসছিল দীর্ঘদিন ধরে। গত ৮ জুন সন্ধ্যায়ও সে টাকার জন্য স্ত্রীকে চাপ দিলে স্ত্রী টাকা দিতে অস্বীকার করে। সন্ধ্যার পর যে কোন সময় স্বামী টিটুসহ ৫/৬ জন মিলে তাকে জবাই করে হত্যা করে বলে অভিযোগ উঠেছে। এরপর লাশ ফেলে রাখে বাড়ীর পেছনের বাঁশবাগানে। এ ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে ঐ রাতেই নিহতের শ্বাশুড়ী আনোয়ারা খাতুন (৫০) কে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে। এ ব্যাপারে ৬ জন কে আসামী করে নিহতের স্বজনরা ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করে। এ নিয়ে কুটি হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেপ্তার হল।

কোন মন্তব্য নেই: