মঙ্গলবার, ২৩ জুন, ২০০৯

বাস পার হচ্ছে না মীর মশাররফ হোসেন সেতু দিয়ে ॥ যাত্রী ভোগান্তি চরমে


বাবলু জোয়ারদার :
কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের সাহিত্যিক মীর মশাররফ হোসেন সেতুতে বাস পারাপার বন্ধ। সেতুতে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে বাস পারাপার বন্ধ রেখেছে বাস মালিকরা। সেকারনে বাস যাত্রীরা চরম ভোগান্তি শিকার হচ্ছে।
জানাযায়, মেসার্স রহমান ট্রেডার্স গত ১১ জুন লিজ গ্রহিতা হিসাবে সেতুর দায়িত্ব বুঝে নেয়। এরপর কাউকে কিছু না জানিয়ে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ এনে গত ২১ জুন বাস কতৃপক্ষ সেতু পারাপার বন্ধ করে দেয়। তাদের অভিযোগ মিনি বাস প্রতি সেতু পারাপার মাশুল ৫০ টাকার স্থলে ১শ টাকা আদায় করা হচ্ছে। অপরদিকে সেতু ইজারাদার সুত্র জানান, কুষ্টিয়া-রাজবাড়ি সড়কে নামে মিনিবাস থাকলেও বাস্তবে সেগুলো বড়বাস। বড় বাসের নির্ধারিত মাশুল ১শ টাকা। বাস কতৃপক্ষ এই সেতুর ওপর দিয়ে বড়বাস পারাপার করে মিনি বাসের মাশুল দিতে চায়।

কোন মন্তব্য নেই: