মঙ্গলবার, ৩০ জুন, ২০০৯

কুষ্টিয়ার দৌলতপুরে পুতে রাখা লাশ উদ্ধার, পরিচয় নিয়ে বিভ্রাট

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের কালিদাসপুরের তালবাড়িয়া বিলের মধ্যে পুতে রাখা একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পরিচয় নিয়ে বিপাকে পড়েছে পুলিশ। দৌলতপুর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, লাশটি কমপক্ষে ১০ দিন আগে পুতে রাখা হয়। বৃষ্টির পানিতে উপরের মাটি সরে গেলে মঙ্গলবার সকালে স্থানীয়রা লাশের মাথার কিয়দাংশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে। লাশের দেহে পোকা লেগে গেছে। মুখমন্ডল দেখে এখন বোঝার উপায় নেই নিহত কে? পরনে কালো রঙের ফুলপ্যান্ট, ডান হাতে একটি তাবিজ রয়েছে।
প্রথমে ধারনা করা হয়, মিরপুর উপজেলার আমলা-ঘোষপাড়া থেকে দুই মাস আগে অপহরন হওয়া ট্রাক শ্রমিক রাজ্জাক (৩৫) এর লাশ এটি। পরে তার স্ত্রী এসে নিশ্চিত করে এটি তার স্বামী নয়। পুলিশের নিকট ফোন করে কুষ্টিয়া সদরের বড়িয়া গ্রামের জাফর আলী ও গাংনী থেকে অপহরন হওয়া আরেকজনের অভিভাবকরা জানায় তাদের লাশ হতে পারে। তারাও লাশ দেখে নিশ্চিত করবে। তবে পুলিশ অজ্ঞাত ধরে নিয়ে লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

কোন মন্তব্য নেই: