সোমবার, ১৫ জুন, ২০০৯

আমলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুটি ক্লাস রুমের বেহাল দশা ॥ পাঠদান ব্যাহত

আমলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুটি ক্লাস রুমের বেহাল দশা ॥ পাঠদান ব্যাহত
সালিম খাঁন :
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুটি ক্লাস রুম সংস্কারের অভাবে জরাজীর্ণ ও বেহাল দশায় পড়ে আছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বহুদিন আগে এ বিন্ডিং নির্মান করা হলেও সংস্কারের কোন উদ্যোগ গ্রহন না করার কারনে ক্লাস রুম দুটি মারাত্মক ঝুঁকি বহন করে আছে। যে কোন সময় ছাদ ধ্বসে পড়ে হতাহতের মত ঘটনা ঘটতে পারে। ক্ষতি হতে পারে কোমল মতি শিশু দের। এ কারনে উদ্বিগ্ন ও উৎকন্ঠার মধ্যে দিনাতিপাত করছে অভিভাবকরা। ক্লাস রুম দুটি পরিত্যাক্ত থাকায় অতিরিক্ত ছাত্র/ছাত্রীদের চাপ পড়েছে অন্য রুম গুলোর উপর। তারা একই কক্ষে গাদা-গাদি করে ক্লাস করায় কোমল মতি ছাত্র/ছাত্রীরা দারুনভাব ক্ষতি গ্রস্থ হচ্ছে। এ ব্যাপারে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি মকবুল হোসেন বিশ্বাস এ প্রতিবেদক কে জানান, দীর্ঘদিন ধরে এ কক্ষ দুটি পরিত্যক্ত থাকার বিষয়ে সংশি¬¬ষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলেও তারা কোন রুপ পদক্ষেপ না নেওয়ায় ছাত্র/ছাত্রীদের ক্ষতি পুষানো সম্ভব হচ্ছে না। অন্যদিকে প্রতিষ্ঠানের প্রবীণ সহকারী শিক্ষক শহীদুল্লাহ মালিথা জানান, ব্যাপারটি আমরা উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে কোন কাজ হচ্ছেনা। বিষয়টির খুব দ্রুত সংস্কার প্রয়োজন। বিদ্যালয়ের অভিভাবকরা এ ব্যাপারে সংশি¬¬ষ্টদের দৃষ্টি শুভ দৃষ্টি কামনা করছে।

কোন মন্তব্য নেই: