বুধবার, ১৭ জুন, ২০০৯

কুমারখালীর মেয়রসহ ৪ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

কুমারখালীর মেয়রসহ ৪ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ
কুষ্টিয়ার খোকসা থানায় কুমারখালীর পৌর মেয়রসহ ৪জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করেছে এক ব্যক্তি।
গত সোমবার উপজেলার হিলালপুর গ্রামের হরেন্দ্র নাথ চন্দ্র দাখিরকৃত অভিযোগে উল্লে¬খ করেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ চলাকালে রাজাকার বাহিনীর সদস্য সফিউল, নজরুল ইসলাম, আব্দুল হান্নান ও কুমারখালী পৌরসভার বর্তমান মেয়র আনছার প্রামানিকের নেতৃত্বে এ এলাকায় হত্যা, লুন্ঠন ও হিন্দুদের ধর্মান্তরিত করা হয়। উল্লে¬খিত রাজাকার বাহিনীর সদস্যরা তার বড় দুই ভাইকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে দায়ের করা অভিযোগে যুদ্ধ অপরাধের তথ্য সংগ্রহ করে যথাযথ কতৃপক্ষের কাছে প্রেরনের জন্য দাবী করেন তিনি। তথ্য সংগ্রহের পক্রিয়া শেষ হলে তিনি আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন।

কোন মন্তব্য নেই: