বৃহস্পতিবার, ১৮ জুন, ২০০৯

কুষ্টিয়ার ডিসি’র অফিস ও বাসভবনে বোমা মারার হুমকি দিয়েছে ’ইসলামী জঙ্গী’ সংগঠন


কুষ্টিয়ার ডিসি’র অফিস ও বাসভবনে বোমা মারার হুমকি দিয়েছে ’ইসলামী জঙ্গী’ সংগঠন
কুষ্টিয়ার জেলা প্রশাসকের অফিস ও বাসভবনে বোমা হামলা করার হুমকি দিয়ে চিঠি দিয়েছে ’ইসলামী জঙ্গী’ নামের একটি অপরিচিত সংগঠন। আর এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে প্রশাসনের কর্মকর্তারা। ডাকযোগে পাঠানো এ চিঠি পাওয়ার পর থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে জেলা প্রশাসকের কার্যালয় এবং আদালতপাড়ায় প্রবেশের তিনটি পথে কড়া পুলিশী পাহারায় চেকপোষ্ট বসানো হয়েছে। জেলা কালেক্টরেট কার্যালয়ে নাম-ঠিকানা লিখে প্রবশকারীদের ঢোকানো হচ্ছে।
জানা গেছে, কয়েকদিন আগে ডাকযোগে জেলা প্রশাসকের নিকট একটি হাতে লেখা চিঠি পাঠানো হয়। তাতে ’ইসলামী জঙ্গি’ নামের একটি অপিরিচিত সংগঠনের পরিচয় দিয়ে বলা হয়, অতিরিক্ত জেলা প্রশাসক অশোক কুমার দেবনাথ’র কারণে আপনার অফিসে বোমা ফুটতে পারে, বাসায়ও ফুটতে পারে। এ চিঠি পাওয়ার পর থেকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর ও আদালতপাড়া এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে প্রবেশের ৩টি পথে পুলিশের চেকপোষ্ট বসানো হয়েছে। এ সব গেট দিয়ে রিক্সা প্রবেশ বন্ধ রেখে সকল যানবাহনে তল্লাসী চালিয়ে তারপর প্রবেশ করতে দেয়া হচ্ছে। মূল ভবনের সিড়িতে খাতায় নাম-ঠিকানা লিখে লোকজনকে ঢোকানো হচ্ছে।

কোন মন্তব্য নেই: