শনিবার, ২৭ জুন, ২০০৯

কুষ্টিয়ায় ডিবি পুলিশের রাতভর অভিযানে বিদেশী তিনটি আগ্নেয়াস্ত্র, গুলি ও ছিনতাইকৃত টাকাসহ ৫জন গ্রেফতার



কুষ্টিয়া পুলিশ একটি শক্তিশালী চাঁদাবাজ-ছিনাতাইকারি চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে। ডিবি পুলিশ রাতভর অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে দুটি নাইন এমএম অটোমেটিক পিস্তল, একটি বিদেশী রিভলবার, চারটি ম্যাগজিন, ২৬ রাউন্ড গুলি ও ছিনতাইকৃত টাকাসহ এদের গ্রেফতার করে।
শুক্রবার রাত সাড়ে ১২টায় কুষ্টিয়া সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আলমগীর হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল প্রথমে অভিযান চালায় শহরের আড়–য়াপাড়া বাবর আলী গেট এলাকায়। সেখান থেকে মোমিন নামের এক ছিণতাইকারিকে একটি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগজিন, ৪রাউন্ড গুলি ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলসহ গ্রেফতার করে। এরপর তার স্বীকারোক্তিতে একের পর এক তারা শহরের পূর্ব মজমপুর, কমলাপুর, দাদাপুর রোড ও চর থানাপাড়ায় অভিযান চালিয়ে আরো দু’টি আগ্নেয়াস্ত্র, ২২ রাউন্ড গুলি, ছিনতাইকৃত ১২ হাজার ৯ শ’৫০ টাকাসহ আরো ৪জন রনি, সম্রাট, ফরিদ ও হাসানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা ছিনতাইসহ নানা অপরাধের কথা পুলিশের নিকট স্বীকার করেছে। পুলিশ জানায়, এই চক্রটি কুষ্টিয়া শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় ছিনতাই চাাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছিল। পুলিশ দীর্ঘদিন ধরে এদের খুজছিল।

কোন মন্তব্য নেই: