শনিবার, ১৩ জুন, ২০০৯

জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে সংবর্ধনা

জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে সংবর্ধনা

কুষ্টিয়া জেলা বিএনপির নব-নিযুক্ত আহবায়ক, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন দল পুনর্গঠনে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ওয়ান ইলেভেন পর বেগম খালেদা জিয়াসহ তার পরিবারের উপর নানাভাবে অত্যাচার চালানো হয়েছে। এরপর বিদেশী শক্তি ও সেনাবাহিনী প্রধানসহ সেনাবাহিনীর একটি ক্ষুদ্র অংশ ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে নির্বাচনে পরাজিত করে। দল পুনর্গঠনের মাধ্যমে বিএনপিকে সুসংগঠিত করে এসব ষড়যন্ত্রের জবাব দিতে হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে দেয়া সংবর্ধনার জবাবে নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। অধ্যক্ষ সোহরাব উদ্দিন দুপুরে ঢাকা থেকে সড়ক পথে লালন শাহ সেতুর পশ্চিম প্রান্তে কুষ্টিয়ার ভেড়ামারার বারো মাইলে এসে পৌঁছলে সেখানে আগে থেকে অবস্থানরত বিপুল সংখ্যক নেতা কর্মী তাকে সংবর্ধনা দেয়। এসময় নেতা-কর্মীরা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে এক বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে তিনি কুষ্টিয়া শহরে আসেন। এসময় উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সহ-সভাপতি শহীদুল হক, আবুল খায়ের, যুগ্ম সম্পাদক এস এম ওমর ফারুক, ,কোষাধ্যক্ষ আব্দুল মজিদ বাবলু, সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাড খাদেমুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক টোটন, শহর কৃষক দলের সাধারণ সম্পাদক এ কে বিশ্বাস বাবু, শহর বিএনপির যুগ্ম সম্পাদক মোখলেছুর রহমান, মজমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী রবিউল আওয়াল, সদর থানা যুবদলের যুগ্ম সম্পাদক শহিদুজ্জামান খোকন, শহর যুবদলের সহ-সভাপতি সাইদ, সদস্য টোকন, ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পিন্টু, বারখাদা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বারখাদা ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আইয়ুব হোসেন, সাবেক সভাপতি জামাল উদ্দিন, আব্দালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, পাটিকাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজা, কুষ্টিয়া আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক এ্যাড মুনির, বারখাদা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক বাহারুল ইসলাম বাহার, মজমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, সদর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ খান সজল, কুষ্টিয়া সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক আবু সাইদ জাকারিয়া উৎপল, বারখাদা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছাব্বির হোসেন জিয়া, ছাত্রনেতা বাদশা, সুজন ও ফাহিম প্রমুখ। সংবর্ধনার জবাবে অধ্যক্ষ সোহরাব উদ্দিন আরো বলেন, আজ ভারত মরণ বাঁধ ফারাক্কার মত টিপাইমুখ বাঁধ দেয়ার ষড়যন্ত্র করছে। দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে। তাই দেশ বাঁচাতে বিএনপিকে ঐক্যবদ্ধ করতে হবে। তিনি বলেন দলের এ খারাপ সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে কমিটি গঠন করেছেন তাতে হয়তো অনেক ভুলভ্রান্তি হতে পারে। তবে সব দ্বিধা দ্বন্দ্ব ভুলে জেলা বিএনপির জন্য একটি ভালো ও গ্রহণযোগ্য কমিটি গঠন করতে হবে। তিনি বলেন এ ক্ষেত্রে কেউ বঞ্চিত হবেন না।

কোন মন্তব্য নেই: