বৃহস্পতিবার, ১৮ জুন, ২০০৯

কুষ্টিয়ায় গুলি করে ও কুপিয়ে যুবক খুন


কুষ্টিয়ায় গুলি করে ও কুপিয়ে যুবক খুন
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সদরপুরে সন্ত্রাসীদের গুলিতে ও ধারালো অস্ত্রের আঘাতে সবুজ নামের এক যুবক নিহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার সদরপুর ইউনিয়নের গোয়াবাড়ীয়া-সদরপুর বাজারে দাড়িয়ে চা খাওয়া অবস্থায় প্রতিপক্ষ ৪/৫ জন ক্যাডার এসে সবুজ(২৮)কে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। সবুজ কুষ্টিয়া শহরের হাউজিং সি-ব্লকের সরোয়ার হোসেনের ছেলে বলে জানা গেছে। ঘটনাস্থলে কোন আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি ও কোন গুলির খোশা পাওয়া যায়নি বলে পুলিশ জানায়। তবে চিকিৎসক তার শরীর থেকে ১৪টি ছররা গুলি বের করেন বলে জানান। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতংঙ্ক ও উৎকন্ঠা বিরাজ করছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ বাপ্পী নামের একজনকে আটক করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আনোয়ার হোসেন।
কি কারনে এ হত্যাকান্ডটি সংগঠিত হয়েছে পুলিশ এখন পর্যন্ত তার সঠিক কারন উদঘাটন করতে পারেনি। তবে নিহত সবুজ মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামারুলের ঘনিষ্ট ছিল। কামারুলের সাথে স্থানীয় একটি গ্র“পের রাজনৈতিক বিরোধ রয়েছে। গত ৮ এপ্রিল কামারুলের উপর বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। ১৪ মে কামারুল কুষ্টিয়া আদালত থেকে ২জনকে অপহরন করতে গিয়ে ব্যর্থ হয়। এসব বিরোধের জের ধরে সবুজ খুন হতে পারে বলে অনেকেই মনে করছেন।

কোন মন্তব্য নেই: