বুধবার, ১ জুলাই, ২০০৯

পিলখানা বিদ্রোহের ঘটনায় দোষীদের দ্রুত বিচার করা না গেলে বিডিআরের সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে থাকবে-কুষ্টিয়ায় মহাপরিচালক


পিলখানা বিদ্রোহের ঘটনায় দোষীদের দ্রুত বিচার করা না গেলে বিডিআরের সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে থাকবে-কুষ্টিয়ায় মহাপরিচালক
বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল হোসেন বলেছেন, পিলখানার ঘটনার পর বিডিআরের কার্যক্রম নতুনভাবে শুরু করা হয়েছে। তবে এখনো অনেক দূর্বলতা রয়েছে গেছে। তিনি বলেন, বিদ্রোহের ঘটনায় দোষীদের দ্রুত বিচার করা না গেলে বিডিআরের সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে থাকবে। আর দোষীদের বিচার কাজ সম্পন্ন হয়ে গেলে অন্য জওয়ানরা এ কলঙ্কের হাত থেকে মুক্তি পেয়ে যেত। তিনি মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়া মিরপুর বিডিআর সেক্টরে দরবারে বিডিআর কর্মকর্তা ও জওয়ানদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। সন্ধ্যা সাড়ে ৬টায় মহাপরিচালক মিরপুর সেক্টরে পৌছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে তিনি দৌলতপুর সীমান্তের ধর্মদহ বিওপি পরিদর্শন করেন।

কোন মন্তব্য নেই: