শুক্রবার, ১০ জুলাই, ২০০৯

কুষ্টিয়ার অজ পাড়াগায়ে ফ্রি চিকিৎসা ও ঔষধ পেলেন ১০০০ দুস্থ্য রোগী



কুষ্টিয়া, ১০ জুলাই ২০০৯
কুষ্টিয়ার মিরপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম আহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুত্রবার সকালে শুরু হয়েছে ফ্রি চিকিৎসা ক্যাম্প। স্থানীয় জিবুন, হাবিব, নান্নু ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল দিনভর ১০০০ রোগীর ফ্রি চিকিৎসা ও ফ্রি ঔষধ প্রদান করা হয়। এতে সহযোগিতা করেন পাবনা পাউওনিয়ার ক্লাব ও আহাম্মদপুরের কৃতি সন্তান ঢাকার শিপুলী ট্রেড এর চেয়ারম্যান সেলিমুর রহমান। ৫ জন সার্জন দন্ত বিশেষজ্ঞ ডা. মনোয়ারুল আজীজ, গাইনী বিশেষজ্ঞ ডা. তাহসীন আজীজ, শিশু বিশেষজ্ঞ ডা. দিলরুবা সিদ্দিক, চক্ষু বিশেষজ্ঞ ডা. আমিনুল ইসলাম হেলাল ও স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবুল বাশার এ ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন। এ জন্য গত তিনদিন ধরে দন্ত, গাইনী, শিশু. চক্ষু ও ডেন্টাল বিভাগে ২০০ জন করে মোট ১০০০ হাজার দুস্থ্য রোগীর রেজিষ্ট্রেশন করা হয়। এলাকায় চালানো হয় ব্যাপক প্রচার প্রচারণা। এ ফ্রি চিকিৎসা ক্যাম্প উপলক্ষে বৃষ্টি উপেক্ষা করে কর্দমাক্ত রাস্তা মাড়িয়ে স্কুল মাঠে জমায়েত হয় হাজার হাজার মানুষ।

কোন মন্তব্য নেই: