কুষ্টিয়া, ২৮ জুলাই ২০০৯
মাইক্রোবাস ছিনতাই করতে কুষ্টিয়ায় চালককে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সদর উপজেলার আইলচারা এলাকা থেকে আজ সকালে পুলিশ হাত চোখ ও মুখ বাধা অবস্থায় তার লাশ উদ্ধার করেছে। নিহত মাইক্রোবাস চালকের নাম কাজিবুল ইসলাম দৌলত। সে নিজেই ওই মাইক্রোবাসের মালিক। তার বাড়ি মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের পুটিমারি গ্রামে। খবর http://kushtianews.blogspot.com/এর।
পুলিশ জানায়, আজ ভোর রাত ৩টার দিকে চালক মাইক্রোবাস নিয়ে যাত্রী আনার উদ্দেশ্যে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা রোড ধরে যাচ্ছিলেন। সদর উপজেলার আইলচারা মাঠের মধ্যে পৌঁছলে একদল সন্ত্রাসী তার গতিরোধ করে। পরে সন্ত্রাসীরা কাজিবুলকে জবাই করে হত্যা করে মাইক্রোবাসটি নিয়ে পালিয়ে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন