শনিবার, ৪ জুলাই, ২০০৯

কুষ্টিয়ার ভেড়ামারায় ৪৫০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রাক-প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে-হাসানুল হক ইনু এমপি
স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেছেন, শিশুদের সু নাগরিক হিসেবে গতে তুলতে হলে ৪ স্তর বিশিষ্ট শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। এরমধ্যে সরকারিভাবে প্রাক প্রাথমিক (শিশু শ্রেনী) শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে তা হবে একটি যুগান্তকারি ঘটনা।
শনিবার দুপুরে ভেড়ামারায় বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন’র কুষ্টিয়া আঞ্চলিক জেলা আয়োজিত বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক আতার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, এসোসিয়েশনের মহাসচিব লায়ন এম এ রশিদ মিয়া, জাসদ নেতা আব্দুল আলীম স্বপন। অনুষ্ঠানে ভেড়ামারা, মিরপুর, দৌলতপুর ও ইশ্বরদি উপজেলার ৪২টি বিদ্যালয়ের ৪৫০ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে সনদপত্র, বুত্তির অর্থ ও বই বিতরন করা হয়।

কোন মন্তব্য নেই: