বুধবার, ১ জুলাই, ২০০৯

ট্রিটমেন্ট ভিউ এর মালিক ডা. সেলিম প্রতারণা মামলা থেকে খালাস


জাল ও প্রতারণার অভিযোগ এনে ট্রিটমেন্ট ভিউ এর মালিক ডা. মোকাদ্দেস হোসেন সেলিমের বিরুদ্ধে কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোঃ আব্দুল হালিমের দায়ের করা মামলা মিথ্যা প্রমানিত হয়েছে। কুষ্টিয়ার চীফ জুডিশিযাল ম্যাজিষ্ট্রেট আব্দুল আজিজ মন্ডলের আদালত গতকাল বুধবার ওই মামলায় ডা. মোকাদ্দেস হোসেন সেলিমকে বেকসুর খালাস প্রদান করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১২ ফেব্র“য়ারি ২০০৭ তারিখে ম্যাজিষ্ট্রেট একেএম আজাদুর রহমানের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল কুষ্টিয়া শহরের কোর্টপাড়ার অর্জুনদাস আগরওয়ালা রোডে অবস্থিত বন্ধ থাকা ট্রিটমেন্ট ভিউ ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা করেন। ওই বছরের ১২ মার্চ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আব্দুল হালিম ট্রিটমেন্ট ভিউ এর মালিক ডা. মোকাদ্দেস হোসেন সেলিমের বিরুদ্ধে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে প্রতারনা পূর্বক জাল জালিয়াতের মাধ্যমে কাগজপত্র তৈরী করে ভূয়া চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা ব্যবসা করার অভিযোগে থানা এফআইআর করে। এফআইআর নং ০৯/৪৯। মামলাটি আদালতে গড়ালে ওই বছরের ২ এপ্রিল আদালত প্রতিষ্ঠানটি খুলে দেয়ার আদেশ দেন। শুনানীকালে আদালত ডা. আশরাফুল হক দারা, ডা. আব্দুস সালামসহ ৭জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন করে। কিন্তু অভিযোগ প্রমানিত না হওয়ায় আদালত গতকাল জিআর ৪৯/০৭ নং ওই মামলা থেকে ডা. মোকাদ্দেস হোসেন সেলিমকে বেকসুর খালাসের রায় প্রদান করেন।

কোন মন্তব্য নেই: