শনিবার, ১৮ জুলাই, ২০০৯

কুমারখালির গ্রামে মৎস্য হ্যাচারীতে বিষ প্রয়োগ ॥ অল্পের জন্য রক্ষা




বাবলু জোয়ারদার :রাতের অন্ধকারে কুমারখালির এক মৎস্য হাচারীর ট্যাংকিতে গোপনে কৃষি জমিতে ব্যবহৃত ফুরাডান মেশানো হয়। উপজেলার সদকী ইউনিয়নের দক্ষিণ রাম কৃষ্ণপুরপুর গ্রামের মা মৎস্য হ্যাচারিতে এ ঘটনা ঘটে। হ্যাচারি মালিক জাহাঙ্গীর হোসেন মামুদ জানান, সকালে হ্যাচারি কর্মচারিরা ট্যাংকি পরিস্কার করতে গেলে এ বিষয় ধরা পড়ে। ফুরাডান যখন মিশানো হয় সে সময় রেনু পোনা ছিলো লক্ষাধীক টাকার। কিন্তু পলিথিনে করে ফুরাডান দেয়ায় তা না গলার কারনে রেনু মরেনি। অন্যদিকে হ্যাচারি কর্মচারিরা এই ট্যাংকির পানি খাওয়াসহ অন্যান্য কাজে ব্যবহার করে। এব্যাপারে মামুদ বাদী হয়ে কুমারখালি থানায় সাধারন ডায়েরি দায়ের করেছে।

কোন মন্তব্য নেই: