বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০০৯

কুষ্টিয়ার র‌্যাবের অভিযানে সাড়ে ৮লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ী উদ্ধার



স্টাফ রিপোর্টার: কুষ্টিয়া শহরের অভিজাত বিপনী বিতান লাভলী শপিং সেন্টারে দিনভর অভিযান চালিয়ে ১৪৬ পিস ভারতীয় অবৈধ শাড়ী উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব জানায়, উদ্ধারকৃত মালামালের মূল্য ৮ লাখ ৪৬ হাজার ৮ শত টাকা। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর কুষ্টিয়া কোম্পানী কমান্ডার মেজর ফয়সালের নেতৃত্বে গতকাল বুধবার দুপুর ১২টায় এ অভিযান শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। র‌্যাব বেশ ক’টি দোকান তল্লাস করলেও বেনারসী কুটিরে গিয়ে বৈধ কাগজপত্রবিহীন ভারত থেকে চোরাই পথে আসা শাড়ি খুজে পান। দোকানের পাটাতনের নীচে এবং বিভিন্ন লুকানো স্থান তল্লাস করে একের পর এক অবৈধ শাড়ি বের করে আনেন র‌্যাব সদস্যরা। দোকান মালিক শামসুল আলম শাড়িগুলো বৈধ দাবি করলেও তার উপযুক্ত কাগজপত্র দেখাতে না পারায় দু’জন ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে র‌্যাব তা জব্দ করে।
খোজ নিয়ে জানা গেছে, শুন্যতা ফ’রনের জন্য গতকাল বিকেলেই বেনারসী কুটিরে আবার ভারতীয় শাড়ি নিয়ে আসা হয়েছে।

কোন মন্তব্য নেই: