শনিবার, ১৮ জুলাই, ২০০৯

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত




কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুজন। কুষ্টিয়া মিরপুর উপজেলার নওদা খাদিমপুরে শনিবার ভোরে দুটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই মারা গেছে দুজন। প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া-পাবনা মহাসড়কের নওদা খাদিমপুরে দাড়িয়ে থাকা একটি বালিভর্তি ট্রাককে (গাজীপুর ট-০২-০০৬৬) মাছের পোনা বাহী দ্রুতগামী আরেকটি ট্রাক (বরিশাল অ-১১-০০১৯) নিয়ন্ত্রন হারিয়ে পিছন থেকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই মারা যায়, ট্রাকের হেলপার শহীদুল(২৫) ও জামালপুরের টেষ্টি ফিস কোম্পানীর ম্যানেজার হুজুর আলী(৫০)| এ দুর্ঘটনায় গুরুতর আহত ট্রাকচালক শহীদকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের বাড়ি জামালপুর জেলায়। জামালপুর থেকে পোনা নিয়ে কুষ্টিয়ার অভিমুখে যাচ্ছিল এরা।
এদিকে রোববার সকাল সাড়ে ৯টার দিকে একই সড়কের পুরাতন আলফার মোড়ে একটি নন কাভার্ড ভ্যান থেকে ছিটকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আব্দুল গফুর (৩৫) নামের ওই শ্রমিক ছিটকে পড়ে গেলে অপর একটি ট্রলি তার শরীরের উপর দিয়ে চলে যায়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেবার পথেই তার মৃত্যু হয়। এঘটনায় আহত হয় ড্রাইভার আফজাল হোসেন (৩৮)| নিহত আব্দুল গফুরের বাড়ী ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামে।

কোন মন্তব্য নেই: