সোমবার, ২০ জুলাই, ২০০৯

আজ পবিত্র শবেমিরাজ

আজ দিবাগত রাতে পবিত্র শবেমিরাজ। মিরাজ অর্থ সিঁড়ি বা সোপান। মিরাজ শব্দটি আরবি উরুজ শব্দ থেকে এসেছে। এর আভিধানিক অর্থ ঊর্ধ্বে আরোহণ করা। হযরত মুহম্মদ (সাঃ)-এর বোরাকযোগে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা ভ্রমণ এবং ‘রফরফ’ যোগে ঊর্ধ্বলোকে পরিভ্রমণের মাধ্যমে সৃষ্টির অলৌকিক নিদের্শনাবলী অবলোকন আল্লাহ পাকের সান্নিধ্য অর্জনকে মিরাজ বলা হয়। বেশির ভাগ আলেমের মতে, একাদশ বা দ্বাদশ নববী সালের ২৬ রজব দিবাগত রাতে মিরাজের ঘটনা ঘটে। তাফসিরবিদরা মহানবী (সাঃ)-এর মিরাজ গমনকে দু’ভাগে ভাগ করেছেন। কা’বা শরীফ থেকে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণকে ইসরা এবং ঊর্ধ্বাকাশে আরোহণকে মিরাজ বলেছেন। মুসলিম জীবনের তিনটি পবিত্র ও তাৎপর্যপূর্ণ রজনীর মধ্যে লায়লাতুল মিরাজ অন্যতম। মিরাজের মাধ্যমেই নবীজী (সা.) তার উম্মতদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন।

কোন মন্তব্য নেই: