
সাংবাদিক আলমগীরের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া প্রেস ক্লাবে রোববার বিকেলে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে প্রেসক্লাব নেতৃবৃন্দসহ আলমগেিরর পরিবারের সদস্য ও তার পরিচিতজনরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক এম আলমগীর ২০০৬ সালের ১২ জুলাই ঢাকায় স্ট্রোক করে মারা যান। কুষ্টিয়া শহরের আমলাপাড়ার বাসিন্দা আলমগীর কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক গ্রামের ডাক পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি অসুস্থ্য হয়ে যাবার পর পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়। বর্তমানেও ওই পত্রিকাটির প্রকাশনা বন্ধ রয়েছে। আলমগীর অসুস্থ্য হয়ে পড়লে বড় ছেলে তারিকুল আলম তাকে ঢাকায় নিয়ে যান। তারিকুল সেখানে ব্যবসা করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন