মঙ্গলবার, ৭ জুলাই, ২০০৯

কুষ্টিয়ার দৌলতপুরে অত্যাধুনিক অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর থেকে পুলিশ অত্যাধুনিক অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সোয়া ৯টায় মথুরাপুর পুলিশ ক্যাম্পের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তিনজনের মধ্যে থেকে লিটন(২০) নামের একজনের নিকট থেকে একটি অত্যাধুনিক রিভলবর উদ্ধার করা হয়। লিটন ভারত সীমান্তবর্তি গ্রাম পাকুুড়িয়া মন্ডলপাড়ার ইয়াসিনের ছেলে। এছাড়াও তোফাজ(২৮) নামের আরেকজনের নিকট থেকে ৫ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। তোফাজ পাকুড়িয়া ভাঙ্গাপাড়ার ইব্রাহিমের ছেলে। গ্রেপ্তারকৃত অন্যজন হলো রামকৃষ্ণপুরের আজাহারের ছেলে নান্টু(২০)। পরে লিটনকে সাথে নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে দু’টি চাপাতি, একটি ধারালো অস্ত্র ও একবোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দানকারি মথুরাপুর পুলিশ ক্যাম্পের এএসআই কামাল জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও ফেনসিডিল কেনা বেচার অভিযোগ রয়েছে।

কোন মন্তব্য নেই: