রবিবার, ১৯ জুলাই, ২০০৯

মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার মৃত্যুবার্ষিকীতে কুষ্টিয়া প্রেস ক্লাবে স্মরণ সভা


যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা মিন্টুর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সন্ধ্যায় কুষ্টিয়া প্রেস ক্লাবে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রধান আলোচক ছিলেন দৈনিক আজকের সূত্রপাত পত্রিকার সম্পাদক ও কুষ্টিয়া প্রেস ক্লাবের নির্বাহী সদস্য আক্তার হোসেন ফিরোজ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহাবুবুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি ও প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মজিবুল শেখ, দিনের খবর পত্রিকার সম্পাদক ও প্রেস ক্লাবের নির্বাহী সদস্য সোহেল রানা, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি নুরুল কাদের, কুষ্টিয়া প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আল আরেফিন বাবু। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন তরুন হাসান, হোসাইন ইমরান, নজরুল ইসলাম, শরিফ আহাম্মেদ, রাজু আহাম্মেদ, কুষ্টিয়া প্রেসক্লাবের ফটো সাংবাদিক জালাল উদ্দিন খোকন, পাঠশালার পরিচালক আলী আহসান মুজাহিদ প্রমুখ। প্রধান আলোচক তার বক্তব্যে বলেন যে, ২০০২ সালের ১৮ জুলাই দৈনিক আজকের সূত্রপাত পত্রিকার প্রতিষ্ঠাতা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পরলোকগমন করেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে একজন স্বক্রিয় যোদ্ধা ছিলেন। যুদ্ধাকালীন সময়ে পাকহানাদারদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে নড়াইল সাবডিভিশনে পায়ে গুলিবিদ্ধ হয়ে তিনি আহত হন।

কোন মন্তব্য নেই: