মঙ্গলবার, ১৪ জুলাই, ২০০৯

বিএটিবি’র চারা বিতরণ শুরু : গ্লোবাল ওয়ার্মিং থেকে রক্ষা পেতে হলে বৃক্ষ রোপন করে বাচিয়ে রাখতে হবে-প্রতিমন্ত্রী


বিএটিবি কুষ্টিয়া মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ বছরের চারা বিতরণ কর্মসূচী শুরু করেছে। চেচুয়া লিফ রিজোনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান এমপি। তিনি বলেন, শুধু গাছ লাগালেই চলবে না , পরিচর্যা করে বড় করতে হবে। গাছের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলা আজ অর্থহীন। সবাই জানে পরিবেশ ও জীবনের জন্য গাছের কোন বিকল্প নেই। আমাদের আগামী প্রজন্মের স্স্থ্যুতার জন্য, সুরক্ষার জন্য অধিকহারে গাছ লাগাতেই হবে। গ্লোবাল ওয়ার্মিং এর হাত থেকে আমাদের বাচতে হলে বৃক্ষের কোন বিকল্প নেই। তিনি বলেন, বিশ্বের পরিবেশ নষ্ট হচ্ছে বৃক্সের অভাব। নদী ধবংশ হয়ে যাচ্ছে, বন উজাড় হচ্ছে। মানুষই হচ্ছে গাছের বড় শত্র“। মানুষ যত বেড়েছে বন তত কমেছে। আমরা ধীরে ধীরে বিপর্যয়ের মুখে এসে দাড়িয়েছে। গ্রীণ হাউজ গ্যাস যেভাবে বাড়ছে, আমরা সাগরে তলিয়ে যাবো।
বিএটিবি’র ডিভিনাল লীফ ম্যানেজার গিয়াস উদ্দিন পাটোয়ারি স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক আব্দুল মান্নান, পুলিশ শাহাবুদ্দিন খান, কৃষি সম্প্রসারণ অধিপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক এস এম শামসুল আনোয়ার, কুষ্টিয়ার বিভাগীয় বন কর্মকর্তা এস এম গোলাম মওলা। বিএটিবি’র হেড অব লিফ জহুরুল হক সরকার অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ জানান।

কোন মন্তব্য নেই: