বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০০৯

ব্যতিক্রমী উদ্যোগ : কুষ্টিয়ায় স্কুলে স্কুলে গাছের চারা বিতরন শুরু

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরন করার এক ব্যতিক্রমী কর্মসূচী হাতে নিয়েছেন। চলতি মৌসুমে তিনি ব্যক্তিগত উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে ১লাখ গাছের চারা বিতরন করবেন। দুপুরে কুষ্টিয়া কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে চারা বিতরনের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক ছাড়াও এবারের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য মেধাবী তিন শিক্ষার্থীকে অতিথি করা হয়। বৃক্ষরোপন কর্মসূচী সফল করতে অনুষ্ঠানে গাছের অপরিহার্যতা ও এর পরিচর্যা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও টুটুল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে গত তিনমাস ধরে গাছের প্রয়োজনীয়তা নিয়ে শিক্ষার্থীদের সচেতন করেন। টুটুল জানান, অফিসিয়াল কাজের শেষে বাড়ীর প্লান তৈরী করে দিয়ে যে টাকা উপার্জন করি তা দিয়েই এ গাছের চারা বিতরনের উদ্যোগ নিয়েছি। তিনি বলেন, যদি এসব চারা রোপন করে তার ঠিকমতো পরিচর্যা করা হয় তাহলেই আমার এ উদ্যোগ স্বার্থক হবে।

কোন মন্তব্য নেই: