সোমবার, ১৩ জুলাই, ২০০৯

রমজান সামনে রেখে কুষ্টিয়ার ব্যবসায়ীদের আশংকা



রমজান সামনে রেখে চাঁদাবাজি, ছিনতাই ও চুরি-ডাকাতি বাড়ার আশংকা করেছেন কুষ্টিয়ার ব্যবসায়ীরা। গতকাল বিকেলে জেলা পুলিশ সুপারের সাথে চেম্বার ভবনে অনুষ্ঠিত মত-বিনিময়কালে এ আশকাংকার কথা জানান তারা। ব্যবসায়ীরা বলেন, আমাদের একমাত্র দাবি ব্যবসায়িক নিরাপত্তা। ব্যবসায়ীরা বলেন, বিভিন্ন দফায় আমাদের উপর করের মাত্রা বাড়ানো হচ্ছে। কিন্তু সে অনুপাতে আমাদের ব্যবসায়িক নিরাপত্তা প্রদান করা হচ্ছে না। উল্টো চাঁদাবাজ সন্ত্রাসীদের কাছে আমরা পরাধীন। চেম্বার সভাপতি আশরাফ উদ্দিন নজুর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়ার পুলিশ সুপার শাহাবুদ্দিন খান বলেন, আগামী দিনে আপনারা আইন-শৃ্খংলার যে অবনতির আশংকা করছেন তা মোকাবেলা করার জন্য পুলিশকে সহযোগিতার হাত বাড়াতে হবে। তিনি বলেন, জনগন সহযোগিতা করলে পুলিশের যে সক্ষমতা আছে তা দিয়েই সর্বোচ্চ সেবা প্রদান করা সম্ভব।

কোন মন্তব্য নেই: