আজ ২০ জুলাই। গ্রামীণ সাংবাদিকতার পথিকৃত কাঙাল হরিনাথ মজুমদারের ১৭৬ তম জন্ম জয়ন্তী। ১৮৩৩ সালের আজকের এই দিনে তিনি কুষ্টিয়া জেলার কুমারখালি পৌর এলাকার কুন্ডুপাড়া গ্রামে জন্মগ্রহন করেন। দেড় শতাব্দী আগে কাঙ্গাল কুমারখালী শহর থেকে হাতে লিখে পত্রিকা প্রকাশ করতেন। পরে প্রেসেও তার পত্রিকা ছাপা হয়েছে। গ্রামবার্তা প্রকাশিকা নামে তার ওই পত্রিকায় হরিণাথ বৃটিশ ও জমিদারদের প্রজাপীড়নের বিরুদ্ধে সাহসী কলম ধরতেন। তিনি কখনো আপষ করতেন না। তার সে আদর্শ আজো সাহসী সাংবাদিকদের উৎসাহ দেয়। কাঙাল হরিনাথ মজুমদারের ১৭৬ তম জন্ম জয়ন্তী উপলক্ষে কাঙাল হরিনাথ স্মৃতি ট্রাস্ট ও কুমারখালি প্রেস ক্লাব যৌথভাবে আগামি ২২ জুলাই এর পরিবর্তে ৩০ জুলাই সকাল ১০ টায় কুমারখালি পাবলিক লাইব্রেরি হলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে।
সোমবার, ২০ জুলাই, ২০০৯
আজ কাঙ্গাল হরিণাথের জন্ম বার্ষিকী
আজ ২০ জুলাই। গ্রামীণ সাংবাদিকতার পথিকৃত কাঙাল হরিনাথ মজুমদারের ১৭৬ তম জন্ম জয়ন্তী। ১৮৩৩ সালের আজকের এই দিনে তিনি কুষ্টিয়া জেলার কুমারখালি পৌর এলাকার কুন্ডুপাড়া গ্রামে জন্মগ্রহন করেন। দেড় শতাব্দী আগে কাঙ্গাল কুমারখালী শহর থেকে হাতে লিখে পত্রিকা প্রকাশ করতেন। পরে প্রেসেও তার পত্রিকা ছাপা হয়েছে। গ্রামবার্তা প্রকাশিকা নামে তার ওই পত্রিকায় হরিণাথ বৃটিশ ও জমিদারদের প্রজাপীড়নের বিরুদ্ধে সাহসী কলম ধরতেন। তিনি কখনো আপষ করতেন না। তার সে আদর্শ আজো সাহসী সাংবাদিকদের উৎসাহ দেয়। কাঙাল হরিনাথ মজুমদারের ১৭৬ তম জন্ম জয়ন্তী উপলক্ষে কাঙাল হরিনাথ স্মৃতি ট্রাস্ট ও কুমারখালি প্রেস ক্লাব যৌথভাবে আগামি ২২ জুলাই এর পরিবর্তে ৩০ জুলাই সকাল ১০ টায় কুমারখালি পাবলিক লাইব্রেরি হলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন