
জাহাঙ্গীর হোসেন জুয়েল : রোববার ভেড়ামারার সদ্য প্রয়াত উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক’র কূলখানি অনুষ্ঠিত হয়েছে। বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়াস্থ ইউপি কার্যালয় সংলগ্ন বিজেএম কলেজ মাঠে এই কূলখানি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) নির্বাচনী আসনের সংসদ সদস্য, ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনু, জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব লিংকন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও বাহিরচর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান (ভাইস চেয়ারম্যান) শাজাহান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন নেছা রুনু, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মনিরুল ইসলাম, ভেড়ামারা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরওয়ার হোসেন কূলখানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন