বুধবার, ১ জুলাই, ২০০৯

কুষ্টিয়ায় জাতীয় পরিচয় পত্র ও ভোটার আইডি কার্ডের ছবি তোলার কাজ শুরু



কুষ্টিয়ায় জাতীয় পরিচয় পত্র ও ভোটার আইডি কার্ডের ছবি তোলার কাজ শুরু হয়েছে। আজ বুধবার সকাল থেকে জেলার দু’টি উপজেলার ৩টি কেন্দ্রে এ কাজ শুরু হয়। জেলা নির্বাচন অফিসার মতিয়ার রহমান জানান, ৩টি পর্যায়ে জেলার ৬টি উপজেলায় ছবি তোলার কাজ চলবে। প্রথম পর্যায়ে কুষ্টিয়া সদর এবং খোকসা উপজেলায় কাজ শুরু করা হয়েছে। বাকী উপজেলাগুলোতে পর্যায়ক্রমে এ কর্মসূচী শুরু করা হবে। ইতিমধ্যে এ দু’টি উপজেলায় ৬ হাজার ৭৯৩ জন ভোটার রেজিস্ট্রেশন করা হয়েছে। আরো প্রায় ৬ হাজার ৯২৭ জন ভোটার রেজিস্ট্রেশনের আওতায় আসবে বলে নির্বাচন কর্মকর্তা জানান। আগামী সেপ্টেম্বর মাসে জেলার সবগুলো উপজেলায় ভোটার রেজিস্ট্রেশন ও ছবি তোলার কাজ শেষ হবে। এদিকে আজ ছবি তোলার প্রথম দিনে কেন্দ্রগুলোতে ভোটার হতে ইচ্ছুক নারী-পুরুষের উপচে পড়া ভীড় ছিল।

কোন মন্তব্য নেই: