সোমবার, ২০ জুলাই, ২০০৯

কুষ্টিয়া সরকারী কলেজে তালা

রোববার সকালে কুষ্টিয়া সরকারি কলেজের কার্যক্রম শুরু হওয়ার পর পরই ছাত্রলীগের কয়েকশ কর্মি ভর্তি কার্যক্রম বন্ধ করে দিয়ে সকল কক্ষে তালা ঝুলিয়ে দেয়।
কুষ্টিয়া সরকারী কলেজে বিজ্ঞান, মানবিক ও বানিজ্য শাখায় ১৫০ টি করে সর্বমোট ৪৫০ টি আসন ছিলো। বোর্ড এবার কলেজ প্রশাসনের অনুরোধে কলেজে বিজ্ঞান শাখায় ৩৫০ জন শিক্ষার্থী, মানবিক ও বানিজ্য শাখায় ৩০০ জন করে শিক্ষার্থীকে ভর্তির অনুমতি দেয়। এই আসন নিয়ে ভর্তি বানিজ্যে মেতে ওঠে ছাত্রলীহ সহ কলেজের উপাধ্যক্ষ হাসানুজ্জামান, পদার্থ বিজ্ঞানের শিক্ষক লাল মহম্মদ, গণিত বিভাগের শিক্ষক আবুল কালাম সাজ্জাদ সহ বেশ কয়েকজন শিক্ষক। রবিবার পর্যন্ত বিজ্ঞান শাখায় ৫১ টি, মানবিক শাখায় ৫২ টি ও ব্যবসায়ী শিক্ষা শাখায় ৪১ টি আসন শূণ্য ছিলো। এই আসনগুলোতে ছাত্রলীগ নিজেদের পছন্দের শিক্ষার্থীদের ভর্তি করানোর জন্য সকাল থেকেই তৎপরতা শুরু করে। ছাত্রলীগ কর্মীরা জানায়, দলীয় সিটের দাবীতেই তারা কলেজের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে। ভর্তি বানিজ্যের সাথে তার কোন শিক্ষক জড়িত কিনা কলেজ অধ্যক্ষ প্রফেসর কাদের হুসাইন চৌধুরী এ প্রশ্নের জবাব এড়িয়ে যান।

কোন মন্তব্য নেই: