শনিবার, ৪ জুলাই, ২০০৯

এসপির অ্যাকশনে বন্ধ হলো কুষ্টিয়া বানিজ্য মেলায় জুয়ার আসর

স্টাফ রিপোর্টার : বেশ কিছুদিন ধরেই কুষ্টিয়া শিল্প ও বানিজ্য মেলায় চলে আসছিল জুয়ার আসর বসছিল। স্থানীয় লোকজনের প্রতিবাদ সত্বেও কোনভাবেই জুয়া বন্ধ করা যাচ্ছিল না। শোনা যাচ্ছিল, মেলার আয়োজকরা সদর থানা পুলিশকে ম্যানেজ করেই চলছিল জুয়া। জুয়ার বোর্ডের সামনে সদর পুলিশের ঘোরাফেরা করতেও দেখা গেছে। থানা থেকে মাত্র ১০০ গজ দুরে এ মেলায় জুয়া চালানোর জন্য আয়োজকরা প্রতিদিন সদর থানা পুলিশকে ১৫ হাজার আর মেলায় দায়িত্বপ্রাপ্ত এসআইকে ২ হাজার টাকা করে দিয়ে আসছিলেন বলে জানা গেছে। তবে গত শুক্রবার গভীর রাতে এসপি সাহাবুদ্দিন খান জুয়ার বিষয়টি অবগত হওয়ার পর তা বন্ধ করার জন্য মেলা মাঠে পাঠান এএসপি সদর সার্কেল কামরুল হাসানকে। কামরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে এসে জুয়াড়ীদের বেধড়ক পেটানো শুরু করেন। এ সময় জুয়াড়ীরা টাকা পয়সা ফেলে রেখেই পালিয়ে যান। পরে জুয়ার কোটসহ টাকা পয়সা নিয়ে যায় পুলিশ। এ সময় সদর থানার পুলিশের গুনধর কয়েকজন এসআই এ দৃশ্য দাড়িয়ে দাড়িয়ে দেখছিলেন। এদিকে জুয়া থেকে সদর থানা পুলিশের টাকা নেয়ার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন এসপি সাহাবুদ্দিন খান। তবে সদর থানার ওসি বাবুল উদ্দির সরদার টাকা গ্রহনের কথা অস্বীকার করেন। গত ২৫ জুন থেকে কুষ্টিয়া হাইস্কুল মাঠে শুরু হয়েছে মাসব্যাপী বানিজ্যে মেলা।

কোন মন্তব্য নেই: