
কুষ্টিয়া, ১৩ জুলাই ২০০৯ সকাল কুষ্টিয়া সদর থানা পুলিশ গত রাতে অভিযান চালিয়ে শহরের থানাপাড়া থেকে ইটালিয়ান আর্মির ব্যবহৃত একটি ৭.৬৫ অটোমেটিক পিস্তলসহ একজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত নজরুল ইসলাম মানিক একজন চাঁদাবাজ সন্ত্রাসী। সে শহরের থানাপাড়ার শেখ আব্দুল গফুরের ছেলে। তার নামে এর আগেও সদর থানায় চাঁদাবাজি মামলা রয়েছে। সদর থানার ওসি বাবুল উদ্দিন সরদার জানান, মানিক জেলা পরষিদসহ বিভিন্ন দপ্তরে টেন্ডারবাজিও করে থাকে। প্রায়ই সে অস্ত্র নিয়ে মহড়া দেয়। গতরাতেও সে জিআরপি পুলিশকে অস্ত্র দেখিয়ে হুমকি প্রদর্শন করে। এরপর সদর থানা পুলিশ তার সন্ধান শুরু করে। শেষে গতরাত সাড়ে ৩টায় থানাপাড়া থেকে এসআই হুসাইন তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার দেখিয়ে দেয়া স্থান থেকে অস্ত্রটি উদ্ধার করে পুলিশ। পিস্তলের উপর লেখা আছে শুধুমাত্র ইটালিয়ান আর্মির জন্য বরাদ্দককৃত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন