
জাহাঙ্গীর হোসেন জুয়েল : থানার দুয়ার খোলা আজিকো আসিতে নাহি মানা এই স্লোগানকে সামনে নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারা থানার উদ্দেগ্যে শনিবার থানা চত্বরে ওপেন হাউজডে উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা সরওয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার সাহাবুদ্দিন খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এ,আর,এন আলিফ, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিবুল ইসলাম, ভেড়ামারা সার্কেল আলমঙ্গীর হোসেন, বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন তরফদার, বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, সহ-সভাপতি এমদাদুল ইসলাম আতা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাহিরচর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি আবুল হোসেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মেহেরুল আলম, ভেড়ামারা উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি দৈনিক আজকের আলোর ষ্টাফ রিপোর্টার জাহাঙ্গীর হোসেন জুয়েল। প্রতি মাসের ১৮ তারিখে ওপেন হাউজডে অনুষ্ঠিত হবে বলে ঘোষনা দেন। প্রধান অতিথি কুষ্টিয়া পুলিশ সুপার সাহাবুদ্দিন খান বলেন, ভেড়ামারাকে মাদক ও সন্ত্রাস মুক্ত থানা গড়ে তোলা হবে। সকলকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে হলে সর্বস্তরের জনগনকে এগিয়ে আসতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন