শনিবার, ৪ জুলাই, ২০০৯

কুষ্টিয়ায় ছিনতাইকারীর স্বীকারোক্তিতে বিদেশি বন্দুক উদ্ধার

স্টাফ রিপোর্টার : রিমান্ডে নেয়া ছিনতাইকারী চক্রের সদস্যদের স্বীকারোক্তিতে এবার কুষ্টিয়া ডিবি পুলিশ উদ্ধার করলো একটি বিদেশি বন্দুক। শনিবার ভোররাতে কুষ্টিয়া শহরতলীর মঙ্গলবাড়িয়া বাজারের সন্নিকটে একটি বাশবাগানে মাটি খুড়ে পুতে রাখা ওই বন্দুকটি উদ্ধার করে পুলিশ।
গত ২৭ জুন সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আলমগীর হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে একটি শক্তিশালী চাঁদাবাজ-ছিনতাইকারি চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করে। তাদের নিকট থেকে দুটি নাইন এমএম অটোমেটিক পিস্তল, একটি বিদেশী রিভলবার, চারটি ম্যাগজিন, ২৬ রাউন্ড গুলি ও ছিনতাইকৃত টাকাও উদ্দার করে। ডিবি ওসির দায়িত্বে থাকা এসআই নওশাদ জানান, রিমান্ডে পুলিশ গ্রেফতার সম্রাটের স্বীকারোক্তি মোতাবেক তাকে সাথে নিয়ে শুকবার রাতে অভিযানে বের হয়। তার দেখিয়ে দেয়া স্থান থেকে পুলিশ মাটি খুড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় পাকিস্তানের তৈরি একটি একনলা বন্দুক উদ্দার করে। পুলিশ জানায় ছিনতাইকারিরা যখন প্রয়োজন হতো অস্ত্র তুলে ব্যবহার করতো। প্রয়োজন শেষে আবার পুতে রাখতো।

কোন মন্তব্য নেই: