রবিবার, ১২ জুলাই, ২০০৯

ব্যাংক এশিয়ার সহযোগিতায় দিশা তে ওয়েস্টার্ন ইউনিয়নের মানি ট্রান্সফার সার্ভিস উদ্বোধন


বিশ্বের অন্যতম বৃহৎ মানি ট্রান্সফার কোম্পানী ওয়েস্টার্ন ইউনিয়নের সাথে মানি ট্রান্সফার সার্ভিস প্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো দিশা এনজিও। গতকাল বিকেলে কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ব্যাংক এশিয়ার সহযোগিতায় দেশজুড়ে ওয়েস্টার্ন ইউনিয়নের সার্ভিস পৌছে দিতে দিশা সম্প্রতি ব্যাংক এশিয়ার সাব-এজেন্ট হিসেবে চুক্তি স্বাক্ষর করে। দিশা এনজিও প্রাথমিকভাবে ৩৫টি শাখায় মানি ট্রান্সফার কার্যক্রম শুরু করেছে।
সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার দিশা এনজিও-এর সভাপতি মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার শাহাবুদ্দীন খান, ব্যাংক এশিয়া লিঃ’র ইভিপি এন্ড হেড অব ফরেন রেমিটেন্স সৈয়দ নাজিমুদ্দিন, ওয়েস্টার্ন ইউনিয়ন রিজিওনাল অপারেশন ম্যানেজার এম. ডি. আহসানুল হক বাসার, ব্যাংক এশিয়া লিঃ এর এফএভিপি আকমল হোসেন, ওয়েস্টার্ন ইউনিয়ন বিজনেস ডেভেলপমেন্ট ষ্পেশালিষ্ট নাসরাত আহমেদ খাঁন, দিশার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম, এছাড়াও ব্যাংক এশিয়া ও দিশার অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

কোন মন্তব্য নেই: