বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০০৯

কুষ্টিয়ার কুমারখালিতে গ্রামীন সাংবাদিকতার পথিকৃত কাঙাল হরিনাথের জন্ম উৎসব পালন


কুষ্টিয়া ৩০-০৭-০৯
গ্রামীন সাংবাদিকতার পথিকৃত কাঙাল হরিনাথ মজুমদারের ১৭৬ জন্ম জয়ন্তী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালিতে কাঙাল হরিনাথ স্মৃতি ট্রাষ্ট ও কুমারখালি প্রেসক্লাব যৌথভাবে কাঙাল উৎসবের আয়োজন করে। আজ বৃহস্পতিবার সকালে কুমারখালি পাবলিক লাইব্রেরীর সামনে থেকে এ উপলক্ষে বর্ণিল শোভযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বাদ্যের তালে তালে কুমারখালি শহর প্রদক্ষিন করে। kushtianews.blogspot.com
দুপুরে পাবলিক লাইব্রেরী হলরুমে আয়োজন করা হয় আলোচনা সভা ও কাঙালের গানের অনুষ্ঠান। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট কাঙাল গবেষক প্রফেসর আবুল আহসান চৌধুরী। তিনি বলেন, আজ থেকে দেড়শত বছর আগে কাঙাল এই কুমারখালি থেকে পত্রিকা প্রকাশ করে কাঙাল হরিনাথ বৃটিশ ও জমিদারদের প্রজা পীড়নের বিরুদ্ধে কলম ধরেছিলেন। কোন ভীতি বা মোহ দেখিয়ে তাকে নিয়ন্ত্রণ করা যায়নি। তিনি শুধু সাহসি সাংবাদিকই ছিলেন না ছিলেন সাহিত্যিক ও সমাজ সংস্করক। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী ধীরেন্দ্রনাথ সরকার।

কোন মন্তব্য নেই: