শুক্রবার, ১০ জুলাই, ২০০৯

কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র, বোমা ও গোলাবারুদসহ ২জনকে গ্রেফতার করেছে র‌্যাব



কুষ্টিয়ায় র‌্যাব সদস্যরা দিনভর পৃথক দু’টি অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, বোমা ও গোলাবারুদসহ দুইজনকে গ্রেফতার করেছে। র‌্যাব কুষ্টিয়া স্কোয়াড কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট নজরুল ইসলাম জানান, শহরতলীর মঙ্গলবাড়িয়া মন্ডলপাড়ার একটি বাগান থেকে বৃহস্পতিবার ভোর পৌনে ৫টায় কুষ্টিয়া র‌্যাব-১২ এর একটি দল আল-আমীন (২৩) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আল আমীন একজন চিহ্নিত চাঁদাবাজ-সন্ত্রাসী। ভোররাতে আল-আমীন তার সহযোগিদের সাথে নিয়ে ওই বাগানে বসে সন্ত্রাসী কর্মকান্ডের প্রস্তুতি নিচ্ছে-এ সংবাদ পেয়ে র‌্যাব সেখানে হানা দিলে অন্যরা পালিয়ে যায়। গ্রেফতার হয় আল-আমীন। ঘটনাস্থল থেকে র‌্যাব একটি এলজি, একটি সাটার গান, ৪৯ রাউন্ড পয়েন্ট টু টু বোর রাইফেলের গুলি, ৩ রাউন্ড বন্দুকের গুলি ও ৬টি ধারালো তরবারী উদ্ধার করে। আল-আমীন মঙ্গলবাড়িয়া বিশ্বাসপাড়ার মীর আলাউদ্দিনের ছেলে।
এদিকে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় অভিযান চালিয়ে বোমা বানানোর সময় জাকির(৪৫) নামের আরেকজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে কুষ্টিয়া র‌্যাব। এসময় র‌্যব সদস্যরা ৪টি বোমা, বিস্ফোরক, গান পাউডার, মার্বেল পাথরসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর উপজেলার কাকিলাদহ মেহেরনগর গ্রামে জাকিরের বাড়িতে এ অভিযান চালায় র‌্যাব। গেফতারকৃত জাকির মৃত আজগর আলীর ছেলে।

কোন মন্তব্য নেই: