বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০০৯

কুষ্টিয়া থানায় ওপেন হাউজ ডে



স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া থানায় ওপেন হাউজ ডে পালিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় থানা চত্বরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার শাহাবুদ্দিন খান। তিনি বলেন, সমাজের সবচেয়ে জটিল দায়িত্ব পালন করে পুলিশ। জনগনের নিরাপত্তা বিধান করা আমাদের প্রধান কাজ। তারপরও পুলিশকে সামাজিক ও রাজনৈতিক অনেক দায়িত্ব পালন করতে হয়। কিন্তু অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে এতোসব দায়িত্ব পালনের প্রয়োজন হয়না। তারপরও অন্যান্য বাহিনীর সাথে ভাল কাজের জন্য সুস্থ্য প্রতিযোগিতা গড়ে তুলতে তিনি পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে কেউ কেউ পুলিশের কড়া সমালোচনা করেন। কেউ দেন পরামর্শ। আবার কেউবা ভূয়সী প্রসংসাও করেন। জবাবে পুলিশ সুপার বলেন, পুলিশের কোন দায়িত্ব অবহেলা বা অসৎ কিছু সহ্য করা হবেনা। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারি পুলিশ সুপার কামরুল হাসান ও কমিউিনিটি পুলিশ কমিটির সদর শাখার সভাপতি ও সাধারন সম্পাদক। অনুষ্ঠান পরিচালনা করেন সদর থানার ওসি বাবুল উদ্দিন সরদার।

কোন মন্তব্য নেই: